নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গাঁজাসহ এক যুবক আটক।
আটক যুবক সুজন মিয়া (১৯)কে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার এ দন্ডাদেশ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ ভূইয়া।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের রেইডিং টিম অভিযান পরিচালনা করে শায়েস্তাগঞ্জ থানাধীন বকুল মিয়ার বাড়ির সামন থেকে সুজনকে গাঁজাসহ আটক করে।
সুজন বানিয়াচং উপজেলার পুরান পাথারিয়া গ্রামের মোঃ শফিক মিয়ার ছেলে। সুজনকে ১৫ দিনের কারাদন্ড ছাড়াও ৫শত টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবারই তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।