এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় চুনারুঘাটে কৃষক কৃষানী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ই জানুয়ারি) সকাল ১০টা থেকে উপজেলা কৃষি অফিস হল রুমে উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সজিব হোসেন হাতে কলমে এ প্রশিক্ষণ প্রদান করেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে
উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় “আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প” এর আওতায় দিনব্যাপী কৃষক/কৃষানী প্রশিক্ষণে জমির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ ফসল উৎপাদনের বিভিন্ন কৌশল ও প্রযুক্তি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।