বাহুবল প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া চা বাগান মোড়ে মিরপুর-শ্রীমঙ্গল সড়কে ড্রামট্রাক ও লরী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৫টায় মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মিরপুর থেকে একটি ড্রাম ট্রাক শ্রীমঙ্গলের দিকে যাচ্ছিল। এ ট্রাকটি কামাইছড়া পুলিশ ফাঁড়ি অতিক্রম করে চা বাগান মোড়ে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা ১৮ চাকার বড় একটি লরি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ড্রাম ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হয়।
খবর পেয়ে কামাইছড়া ফাঁড়ি পুলিশ ও লসনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে।