এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জের চুনারুঘাটে রক্ষিত স্বাধীনতার স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বদ্ধভূমিতে অবৈধ সিএনজি অটোরিকশা পার্কিং স্ট্যান্ড উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ।
সোমবার (১৫ই জানুয়ারি)সকাল ১১টায় উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুব আলম মাহবুব এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হান্নান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ।
স্বাধীনতার যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার নির্মম সাক্ষী বধ্যভূমি রক্ষিত অবস্থান বিচ্ছিন্ন করে কিছু অসৎ ব্যক্তি অবৈধভাবে সিএনজি অটোরিকশা পার্কিং স্ট্যান্ডে পরিনত করে।এ নিয়ে স্থানীয় দৈনিক আমার হবিগঞ্জ ও জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকায় স্বচিত্র প্রতিবেদন ছাপানো হলে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে পুনরায় নিয়ন্ত্রনের ব্যবস্থা করে।এবং অবৈধভাবে সিএনজি অটোরিকশা পার্কিং এ নিষেধাজ্ঞা জারি করে কঠোরভাবে হুশিয়ার করে দেয়।
হবিগঞ্জের চুনারুঘাটের পৌরসভার উত্তর বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন বধ্যভূমি। পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক মুক্তিকামী মানুষকে গণহত্যার ও মুক্তিযুদ্ধে এই দলিল এ বধ্যভূমি।
উপজেলার এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন সচেতন মহলের নাগরিকগণ।