হবিগঞ্জ প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হবিগঞ্জের ভোট কেন্দ্র গুলোতে পাঠানো হচ্ছে নির্বাচনী উপকরণ।
শনিবার (৬ জানুয়ারি) সকাল থেকেই সকল উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পুলিশ প্রহরায় এসব উপকরণ পাঠানো হয়।
প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বচ্ছ ভোট বাক্স, সীল, অমোছনীয় কালি, নির্বাচনী আচরণবিধি সম্পর্কিত ব্যানারসহ বিভিন্ন উপকরণ কড়া নিরাপত্তায় নিজ নিজ কেন্দ্রে নিয়ে যাচ্ছেন।
এর আগে বৃহস্পতিবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ভোটের উপকরণ উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে।
জেলার ৪টি সংসদীয় আসনের বিপরীতে ৬৩৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৬১টি ভোটকেন্দ্রে আজ ব্যালট পেপারসহ নির্বাচনী উপকরণ পৌঁছে দেয়া হবে। বাকি ৫৭৪ ভোটকেন্দ্রে ব্যালট যাবে আগামীকাল রবিবার ভোটের দিন সকালে।