মোঃ রহমত আলী ॥ হবিগঞ্জে পুরাতন খোয়াই নদী দখল মুক্ত ও শিল্প দূষণ থেকে পরিবেশ রক্ষায় পরামর্শ সভা অনুষ্টিত হয়েছে। বিশ্ব ধরত্রী দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার উদ্যোগে শুক্রবার (২২ এপ্রিল) সকাল ১০টায় স্থানীয় প্রেসক্লাবে উক্ত সভার আয়োজন করা হয়।
হবিগঞ্জ বাপা’র সভাপতি অধ্যক্ষ (আব) মোঃ ইকরামুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও হারুণ সিদ্দীকীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বাপার যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ জামিল, মালটিমিডিয়ায় খোয়াই নদী ও শিল্প দূষণের বিভিন্ন চিত্র প্রদর্শণ করেণ হবিগঞ্জ বাপার সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল সোহেল।
অনান্যদের মধ্যে বক্তৃতা করেণ হবিগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যন মোঃ আবিদুর রহমান, সাবেক প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোঃ মনসুর উদ্দিন আহমেদ ইকবাল প্রমূখ।